মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপার সদর ইউনিয়নের পান চাষীদের লাখ লাখ টাকার পানের বরজ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। যাদের জীবন -জীবিকা নির্বাহ হয় পান চাষ করে।গলাচিপা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মোট ২০০ কুড়ি পানের বরজ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। পানি নিষ্কাশনের জন্য নেই কোন প্রয়োজনীয় ব্যবস্থা। একটা মাত্র স্লুইস, সেটা দিয়ে পানি নিষ্কাশন যথাযথ ভাবে হয় না।মাছ ধরার জন্য ঠিকমত স্লুইসগেট ছাড়তে দেন না জহির সরদার নামের অভিযুক্ত ব্যক্তি।পান চাষীরা স্লুইসগেট ছাড়তে গেলে হামলার শিকার হন জহির সরদারের। গলাচিপা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের নীলকান্ত মাল,নীরান্জন হাং,নিখিল কান্ত মাল, হেলাল খান, রিপান দাস,সমির দাস,শংকর হাং,মৃনাল হাং,স্বপন হাং,পবিত্র সিকদার ও সুভাষ সিকদার নামের পান চাষীরা অভিযোগ করেন জহির সরদারের জন্য আমরা স্লুইস ছাড়তে পারিনা এবং গেইট ছাড়তে গেলে জহির সরদার প্রতিনিয়ত আমাদের উপর হামলা করে।এ ব্যাপারে জানতে চাইলে পান চাষী নীল কান্ত মাল জানান,আমার পানের বরজ হাটু পানি পর্যন্ত তলিয়ে আছে।পানি নামতে না পারলে আমারা সর্বহারা হয়ে যাবে। পান চাষ করেই আমরা জীবিকা নির্বাহ করি।বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে পানের বরজ করেছি।যদি জলাবদ্ধতা না কমে তাহলে বড় ধরনের ক্ষতি হবে আমদের সবারই। আমরা পরিবার পরিজন নিয়ে দুমুঠো খবার খেতেই পারবো না। তাই যথাযথ কতৃপক্ষের দৃষ্টি করছি যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সরকারের তরফ থেকে সাহায্য ও সহযোগিতা কামনা করছি।অভিযুক্ত জহির সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা যায় নি।
Leave a Reply