আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কঠোর লকডাউনের ৭ম দিনে কুলাউড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুলাউড়া শহর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান পরিলক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় এসব যায়গায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো৷ কোন গণপরিবহন চোখে পড়েনি৷ কেউ কেউ ব্যক্তিগত পরিবহনে আবার কেউ কেউ পায়ে হেঁটে নিজের কাজে বের হয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ছিলো চোখে পড়ার মত। যারাই ব্যক্তিগত পরিবহনে বা পায়ে হেঁটে বের হয়েছেন তাদের সবাইকেই কৈফিয়ত দিতে হয়েছে পুলিশের (চেকপোস্টে)।তার পাশাপাশি লকডাউনের ৭ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৫টি মামলা করে ২২০০ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে কুলাউড়া থানা সমূহে, এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (টিএনও)এটি এম ফরহাদ চৌধুরী । অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিয়া ও তার একদল সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু অনেকেই সেটি মানছেন না।
লকডাউনের ৭ম তম দিন বৃহস্পতিবার দুপর থেকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ২২০০ টাকা জরিমানা করা হয় এবং ৫টি মামলা দেয়া হয়েছে ।
তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (টিএনও)এটি এম ফরহাদ চৌধুরী।
Leave a Reply