মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় চিরিরবন্দর উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর -৪ (চিরিরবন্দর – খানসামা) সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সহায়তা অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ের ৫০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা ১০ কেজি চাল, ১ কেজি আটা ১ কেজি ডাল, ১ কেজি লবণ, হুইল সাবান ২ পিচ, চিড়া ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম ও ১লিটার তেল দেওয়া হয়।
Leave a Reply