জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আসাদুল ইসলামের নেতৃত্বে কুলিয়া ইউনিয়নের নদী-খাল গুলোতে নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আলহাজ¦ আসাদুল ইসলামের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অচিন্ত মন্ডল, ভরত সরকার, বিকাশ সরকার, আমিরুল ইসলাম, সদস্যা শ্যামলী রানী সহ গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন। এ সময় কুলিয়া ইউনিয়নের কুলিয়া বাঁধের মুখ, দত্তডাঙ্গা, নূর্নিখোলা, পুটিমারি, কদমখালি, সুবর্ণবাদ, আনদুলপোতা, টিকেট, ঝিনুক ঘাটা সহ কুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল খালের মধ্যে থাকা সকল প্রকার কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়। দীর্ঘদিনের এসব অবৈধ নেট-পাটা অপসারণ করায় এলাকাবাসী ইউপি কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের কে ধন্যবাদ জানিয়েছেন। এবিষয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আসাদুল ইসলাম বলেন, নিম্নচাপের প্রভাবে গত ২৮-২৯জুলাই দুইদিনের টানা বর্ষনে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার বিঘা মৎস ঘের, ফসলি জমি ও পুকুর ভেসে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। খাল গুলো জলাবদ্ধতা নিরসনের জন্য উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে অবৈধভাবে নেট পাটা দিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে ।
Leave a Reply