মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিচ্ছে জেলা প্রশাসন, বগুড়া। ‘৩৩৩’ নম্বরে প্রাপ্ত কলের ভিত্তিতে শুক্রবার (৬ ইআগস্ট) ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস। বিতরণের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন,বগুড়া-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খালিদ বিন মনসুর।
উপহারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গৃহকর্মী, অটোরিক্সা চালক, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, গৃহ শিক্ষক, শ্রমিক, গৃহিণী,দর্জি ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ ছিলেন। এই সংকটময় সময়ে উপহার গ্রহণকারীরা উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
জেলা প্রশাসন, বগুড়া’র পক্ষ থেকে ৩৩৩ হটলাইনে প্রাপ্ত তথ্য যাচাইপূর্বক ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
Leave a Reply