মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ই আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে আলোচনা সভায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সহ-সভাপতি মনজুরুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী, ডোমার প্রেসক্লাবের আহবায়ক আসাদুজ্জামান চয়ন, আলহাজ্ব করিমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ইউএফডিও কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চারজন ভুক্তভোগী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভুক্তভোগী মহিলাদের মধ্যে গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী এলাকার আবু কালামের স্ত্রী আলেফনুরা বেগম, ডোমার সদর ইউনিয়নের আরডিআরএস মোড় এলাকার মিন্টু ইসলামের স্ত্রী রাব্বিনা আক্তার, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া এলাকার নুরল আমিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন, এবং বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা এলাকার গৌরাঙ্গ রায়ের স্ত্রী পল্লবী রানী।
Leave a Reply