হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়রপ্রতিনিধিঃ
একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো। এই নারীদের অধিকাংশই কুমোর জন্য কাজ করেছেন। যৌন হয়রানির অভিযোগ দেওয়ায় কারো কারো বিরুদ্ধে তিনি প্রতিশোধও নিয়েছেন।
এর আগে কুমোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তার দল ডেমোক্রেটিক পার্টি। প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। পাঁচ মাস তদন্তের পর গত সপ্তাহে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস জানিয়েছেন, গভর্নর কুমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছিলেন এবং তিনি কর্মস্থলে অসদাচারণের মাধ্যমে তিনি আইন লঙ্ঘন করেছেন।
অবশ্য এরপর সংবাদ সম্মেলনে ৬৩ বছরের কুমো দাবি করেছিলেন, আমি কখনোই কাউকে অযাচিতভাবে স্পর্শ করিনি কিংবা অযাচিতভাবে যৌন প্রস্তাব দেইনি।১০ আগষ্ট মংগলবার কুমো ঘোষনা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন ।এখন ১৪ দিনের মাঝে লে:গভর্নর ক্যাথি হোচল নিউইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসাবে শপথ নিবেন ।
Leave a Reply