1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র উৎসবমুখ বনভোজন - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
ad

রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র উৎসবমুখ বনভোজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯১ Time View

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:

উৎসবমুখ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক বনভোজন। নিউইয়র্কের লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে ৮ আগস্ট রোববার দিন ব্যাপী আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। ছিল সাংস্কৃতিক পরিবেশনা। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা যোগ দেন স্বপরিবারে। খবর বাপসনিউজ’র।

সংগঠনের সভাপতি ও সাবেক সচিব আবিদুর রহমানের সভাপতিত্বে এবং ইভেন্ট কমিটির কনভেনর এম আবদুস সালাম, সদস্য সচিব নাহিদুল হক রিপন ও প্রধান সমন্বয়কারী রনজুরুল হক শামীমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী বিশ্ববিদ্যায় কলেজের সাবেক ভিপি আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যায় কলেজের সাবেক ভিপি মাজেদুর রহমান, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগনেতা সোলায়মান আলী। এদিন দুপুর ১২টায় অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল ১০ টায় পিকনিস্থলে উপস্থিত হওয়া অতিথিদের এপিটাইজারে আপ্যায়িত করা হয়। খলিল বিরিয়ানীর দুপুরের লাঞ্চের আগে তরমুজও পরিবেশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনের জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সংগঠনের সাফল্য কামনা সহ নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সংগঠনের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি মোকসেদুল মাওলা দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন সহ অন্যান্যরা।

অনুষ্ঠান থেকে সংগঠনের সদস্য সহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।
সভাপতি আবিদুর রহমান এবং প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস তাদের বক্তব্যে সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট সহ সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় নানা কর্মসূচি। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহেরুন আহমেদ। এ গুণী শিল্পীর পরিবেশনাও ছিল মনে রাখার মতো। সন্ধ্যের আগ পর্যন্ত চলে তার একের পর এক অসাধারণ পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আকর্ষণীয় এ পরিবেশনা।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে র‌্যাফেল ড্র সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাজবাড়ীবাসীর এ মিলন মেলা। অতিথি ও কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সদস্য, তাদের পরিবার ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ইভেন্ট কমিটির কনভেনর এমএ সালাম জানান, বৈশ্বিক মহামারী করোনায় অবরুদ্ধতা থেকে নির্মল বিণোদনের লক্ষ্যে মনোমুগ্ধকর রাজবাড়ীবাসীর এ পুনর্মিলনী ও বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি