সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া বাঙালি জাতির অবিসাংবাদিত নেতা ,বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের পক্ষ থেকে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে শোক দিবেসের কর্মসূচি শুরু হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার এমপি ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
উক্ত শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের মহোদয় ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ারা ইসলাম ,ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার ,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার ,ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ ননি , সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ আ’লীগ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
দিনব্যাপি শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপন কর্মসূচি,মিলাদ দোয়া মাহফিল,আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে একটি গরু ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর পক্ষ থেকে একটি গরু সহ মোট দুটি গরু জবাই করে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।
Leave a Reply