মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইলের সখিপুরে তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী। ওই এলাকার অনেকেই এটা আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় খুন, এ নিয়ে প্রশ্ন তোলেছেন।
উক্ত ঘটনায় সখিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
জানা যায়, গত ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ১৮ আগস্ট বুধবার তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য হলে দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানিয়া। তাদের ঘরে প্রায় দের বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
তানিয়ার মামা আবুল কালাম বলেন এটা আত্মহত্যা নয়,এটা পরিকল্পিত হত্যা।আমার ভাগনীর সাথে জামাই ফজলুল হকের কখনোই ভাল সম্পর্ক ছিলো না। সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো।
এ বিষয়ে মৃত তানিয়ার স্বামী ফজলুল হকের দাবী, তানিয়ার সাথে তার কোনো মনমালিন্যের ঘটনাই ঘটেনি।
সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
Leave a Reply