আতিকুর রহমান :
শ্রীপুর উপজেলা গাজীপুর গ্ৰামে মাথার খুলি বিহীন শিশুর জন্ম হয়েছে। গতকাল ২৪ আগস্ট মঙ্গলবার দিন রাত ৮ টায় মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে মাথার খুলি বিহীন শিশুর জন্ম হয়েছে।
গাজীপুর গ্ৰামের আবদুর রশিদের ছেলে মাসুদ রানার প্রথম সন্তান মা শাহিনুর ২০ এর প্রথম সন্তান। বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করে যানতে পারে যে গর্ভে মাথার খুলি বিহীন শিশু ।মা ও বাবার ইচ্ছাই শিশুটিকে মাতৃগর্ভে থাকা অবস্থায় এভ্রশন না করে প্রথম সন্তানের মুখ দেখার জন্য সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয় ।
মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার আবুল হাসান দৈনিক বিজয়ের বাণীর প্রতিনিধিকে জানান আমরা সিজার করতে চাই নাই তবুও পরিবারের সদস্যরা বনসহি দিয়ে সিজার করতে আগ্রহী। মাসুদ রানা ও শাহীনুরের বনসহি দেওয়ার পর ডাক্তার নিলুফা আক্তার সিজার করে। তিনি আরও বলেন বাচ্চার অবস্থা আশঙ্কাজনক হলেও শাহিনুর ভালো আছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূসন দাস বলেন খুলি বিহীন শিশু বাচ্চাকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত খুলি বিহীন শিশু বাচ্চাটি নিজমাওনা গ্ৰামের কালার বাড়ি মোড় সংলগ্ন নানীর বাড়িতে ও বেঁচে আছে।
Leave a Reply