আতিকুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল (২০২১-২০২৩) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে গাজীপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার সভাপতি এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
কাউন্সিলে পদাধিকার বলে গাজীপুর জেলা প্রশাসককে সভাপতি ও চান্দনা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যের কমিটিতে কমিশনার হিসেবে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সানোয়ার হোসেন, সহ সভাপতি হিসেবে- গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাসরীন পারভীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, টঙ্গী সিরাজউদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমাম সহ-সভাপতি শ্রীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমানউল্লাহ্ এবং কাপাসিয়া হরিমঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ্ আজাদকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও বাকী সদস্যপদগুলোতে নির্বাহী কমিটির আগামী সভার পূর্বে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কাউন্সিল সভার প্রথমে বিগত ৩ বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করা হয় এবং পরে সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক মো: আব্দুর রাজ্জাক। পরে মুক্ত আলোচনা অংশ নেন বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা এর সদ্য সাবেক কমিশনার অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, জেলা কাব লিডার হোসেন শরীফ আহমদ, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. আবু সাঈদ প্রমূখ। কাউন্সিলে গাজীপুরের বিভিন্ন উপজেলার স্কাউটার নেতৃবৃন্দ যোগদান করেন।
Leave a Reply