মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী।
টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ চান মিয়ার তৃতীয় মেয়ে শ্রাবন্তী (৮) শুক্রবার ১০ সেপ্টেম্বর দুপুর বেলা মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের অথৈ জলে ডুবে প্রাণ হারিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী চানমিয়ার স্ত্রী তার তিন মেয়েকে নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত সোনার তরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় পাটি ধোয়ার ছলে মায়ের চোখকে ফাঁকি দিয়ে কোন এক সময় তিন মেয়ে মিলে পুকুরের গভীরাংশে চলে যায়। মৃত শ্রাবন্তীর মা ও এলাকাবাসীর ভাষ্যমতে সাঁতার না জানায় তিন বোন এক পর্যায়ে গভীর জলে তলিয়ে যায়। টের পেয়ে পুকুরে উপস্থিত দিশেহারা মা, একা সাঁতরিয়ে দুই মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ে শ্রাবন্তীকে জীবিত উদ্ধার করতে পারেনি হতভাগী মা। মেয়ে হারানোর শোকে মায়ের আকুতি ভরা কান্নায় ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শ্রাবন্তীর মায়ের বরাত দিয়ে কয়েকজন প্রতিবেশী দুঃখ প্রকাশ করে বলেন,
দুই মেয়েকে উদ্ধার করে পারে উঠাতে প্রায় ১০মিনিট সময় লেগে যায়, কতক্ষণে শ্রাবন্তী পুকুরের গভীরে তলিয়ে পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়। শ্রাবন্তীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর এলাকাবাসীর সহযোগিতায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তীকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান মাসুদ বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বয়স ৯বছর এবং শিশুটির নাম চুমকি বলে জানানো হয়েছে। সে মোতাবেক হাসপাতালে রেজিস্টারে মৃত শিশুটির নাম চুমকি বলে উল্লেখ করা হয়।
Leave a Reply