সোহেল রানাঃ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বহু দিন পর এমন একটি মানবিক খবর লিখতে খুব ভালো লাগলো। সরকারের সামাজিক সুরক্ষার দায়িত্ব ও বরাদ্দ থাকার পরও এরকম প্রাপ্যদের ভাগ্যে তা আসে না। যখন কোন উর্ধতন কর্মকর্তা এরকম স্থানে সহযোগিতার হাত বাড়ায় ও পরিদর্শনে আসে তখন এক কারনে তিনটি কাজ হয় ও সমাজ উপকৃত হয়।আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয় জনাব সৈয়দ জান্নাত আরা। এরকম মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।
১৬ সেপ্টেম্বর/২০২১ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ এলাকার বাসিন্দা হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী খলিলের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
বাংলাদেশ পুলিশ বিভাগ তথা জেলা পুলিশ কুড়িগ্রামের অর্থায়নে ও পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা”র আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় নির্মিত হবে রাজারহাট চাকিরপাশার হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধি খলিলের একটি ঘর।
এ সময় উপস্হিত ছিলেন,
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ রুহুল আমীন,সদর সার্কেল এ এস পি কল্লোল কুমার দত্ত,
রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার,জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুস ছালাম,
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু,
সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,ইউপি সদস্য মোঃ হায়দার আলী প্রমূখ।
Leave a Reply