মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
দীর্ঘ প্রায় একযুগ পর পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাকে ঘিরে নেতা-কর্মীদের রঙ বেরং এর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পিরোজপুর শহর। সড়কে সড়কে তৈরী করা হয়েছে তোরণ। বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠনের দীর্ঘ প্রায় একযুগ পর অনুষ্ঠিত হলো জেলা যুবলীগের বর্ধিত সভা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত সভায় জেলা যুবলীগের সভাপতি বর্তমান জেলা অওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. জসিম উদ্দিন মাতুব্বর, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান খান শামিম সহ জেলা উপজেলার নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেন, টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধীতা করেছে তাদেরকে আর আগামীতে যুবলীগের কোন নেতৃত্বে রাখা হবেনা। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
উল্লেখ্য, গত ২০১০ সালে পিরোজপুর জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকায় অনেকটা স্থবির হয়ে পড়েছিল জেলা যুবলীগের কার্যক্রম। এছাড়া সংগঠনের সহ-সভাপতিসহ বিভিন্ন পদধারী নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কমিটিতে রয়েছে। এদিকে, মেয়াদ উত্তীর্ণের পরও দীর্ঘদিন ধরে জেলা যুবলীগের সম্মেলন না হওয়ায় ছাত্রলীগ থেকে আসা নেতাকর্মীরাও রাজনীতিতে পিছিয়ে পড়েছে।
বর্ধিত সভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দিপনা। জেলা যুবলীগে পদ প্রত্যাশীদের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
এদিকে সকাল থেকেই শহরে বড় কোন সংহিসতা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপড়তা ছিল চোখে পরার মতো। রাস্তায় ও বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতয়েন সহ পুলিশের ব্যাপক টহল ছিল।
Leave a Reply