সৈয়দ মো. রাসেল, স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি ৫ ফুট দৈর্ঘ্যের মৃত শুশুক ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ডলফিনটি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র সদস্য জুয়েল দেখতে পায়। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।
জুয়েল জানায়, এর আগে গত তারিখ ঠিক এই পয়েন্টে’ই একটি মৃত ডলফিন উঠছিল আজও একটি আসছে। এটি মনে হয় ২/১ দিন আগে মারা গেছে। এটি আগেরগুলোরমত অর্ধগলিত না, মোটামুটি তাজা।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আজকেও একটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে, আমাদের সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে পর্যবেক্ষণ করেছে। এর আগে গত ১৬ তারিখও একটি ৭ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে আসছিল। এই নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসলো। ইতোমধ্যে মৃত্যু ডলফিনটি মাটির নিচে চাপা দেওয়ার জন্য বনবিভাগকে অবহিত করা হয়েছে।
Leave a Reply