1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
শ্রীপুরে অটোরিক্সার উৎপাদন বন্ধ,ফুটপাত দখলমুক্তকরণের দাবীতে মানববন্ধন - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
ad

শ্রীপুরে অটোরিক্সার উৎপাদন বন্ধ,ফুটপাত দখলমুক্তকরণের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৭৫ Time View

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারীচালিত অটোরিক্সার উৎপাদন বন্ধ, চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা ও অযাচিত পৌরকর ধার্য্যরে প্রতিদবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার বেলা ১১টায় শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মানবন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। একঘন্টাব্যাপী ওই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফেরামের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার মাওনা চৌরাস্তা, শ্রীপুর বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের সবগুলো বাজারের ফুটপাতগুলো দোকানপাট বসিয়ে বেদখল করে রাখা হয়েছে। শ্রীপুর পৌর শহরে ব্যাটারীচালিত অটোরিক্সার উৎপাদন বন্ধ, চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করন ও পৌরসভার অযাচিত কর নির্ধারণ বন্ধে হুঁশিয়ারি উচ্চারন করেন। তারা বলেন, অনতিবলিম্বে দাবী কার্যকর না হলে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন কর্মসুচী ঘোষণা করা হবে। তারা ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচল ও ফুটপাতে দোকানপাট বসানোর ফলে নানা জনদুর্ভোগের বিবরণ তুলে ধরেন। অনুমোদনহীন ব্যাটারীচালিত অটোরিক্সা উৎপাদন এবং অনিয়নন্ত্রিত চলাচলের কারণে প্রতিদিন কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ যানজট ও দুর্ভোগের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাপন বাধাগ্রস্ত হচ্ছে। মানববন্ধনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন দাবী সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কারুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সভাপতি অধ্যাপক এমদাদুল হক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, অধ্যাপক ইসরাফিল হোসেন, সাহিত্যিক রানা মাসুদ সিনিয়র আইনজীবী এডভোকেট তোফাজ্জল হোসেন শাহিন, শিক্ষক সালাহউদ্দিন আহমেদ মিলন, আরিফুল ইসলাম অপু। মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রওশন হাসান রুবেল, ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, সাহিত্যিক মহসিন আহমেদ, সাংবাদিক আব্দুস ছালাম রানা, শফিকুল ইসলাম খান বিএসসি, শিক্ষক রোমান, জয়িতা সাহিদা আক্তার স্বর্ণা, নাজমুল হাসান সাদ্দামসহ সমাজের বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার সম্মানিত পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি