মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরে ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১নভেম্বর। উপজেলার যাদবপুর,বহুরিয়া, বহেড়াতৈল ও কাঁকড়াজান, এই ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১অক্টোবর) বৈধ মনোনয়নধারী চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে বৈধ মনোনয়নধারী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন সখিপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক।
বৃহস্পতিবার (২১অক্টোবর) দিনব্যাপি যাচাই-বাছাই শেষে সখিপুর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে-১২জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪০জন, সাধারণ সদস্য পদে-১৩৬জন প্রর্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে-সাধারণ সদস্য,সংরক্ষিত মহিলা ও চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৮৮জন।
তন্মধ্যে,কাকড়াজান ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২জন, এরা হলেন বর্তমান চেয়রম্যান ও আ’লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুত এবং বিদ্রোহী প্রার্থী মোঃ দুলাল হোসেন। সংরক্ষিত মহিলা প্রার্থী ৮জন, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে প্রার্থী রয়েছে ৩২জন।
বহেড়াতৈল ইউনিয়নে চেয়রম্যান পদে ৪জন, এরা হলেন আ.লীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ হোসেন, বিগত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত (উপজেলা আ.লীগ সদস্য) বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস,জাতীয় পার্টি মনোনীত মো: আলতাফ হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কামরুল হাসান (জিসু)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে প্রার্থী রয়েছে ৪০জন।
যাদবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৩ জন, এরা হলেন-আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,আ.লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান (বাবুল) সতন্ত্র প্রার্থী, মো.জাহিদুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারন সদস্য পদে ৯টি ওয়ার্ডের প্রার্থী রয়েছে ৩৩জন।
বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৩জন,এরা হলেন- আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, আ.লীগ বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা ও নিরাঞ্জন বিশ্বাস। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন এবং সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা যায়।
উল্লেখ্য,সখিপুরে চলমান ইউপি নির্বাচনে বিএনপি ও কৃষক শ্রমিক জনতালীগ কোন প্রার্থী দেয়নি। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মাত্র বহেড়াতৈল ইউনিয়নে ১জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন।
এছাড়া আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে এ বিষয়ে জানতে চাইলে সখিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply