মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে টানা দু’দিন ব্যাপী ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষের দিন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
গত বুধবার দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করে থাকেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় বড়দের মধ্যে ১ম ও বিজয়ী হয়েছেন তালতলী সরকারি কলেজ, ২য় হয়েছেন তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। ছোটদের মধ্যে ( মাধ্যমিক ) প্রথম হয়েছেন তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বগির হাট মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান দখল করেছেন বেহালা মাধ্যমিক বিদ্যালয়।
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply