বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়নের পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও পরিবহন শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় বুধবার বেলা ২ ঘটিকার সময় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৭ পরগনা শালিস সম্বনয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরীর সভাপতিত্বে ও শামিম আহমেদ ও সাদ্দাম হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দীন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, শ্রমিক নেতা মাসুম আহমেদ লস্কর। প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফয়েজ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন বিলাল, মাওলানা কবির আহমেদ, জৈন্তাপুর ট্রাক শ্রমিক উপকমিটির সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক জামাল আহমেদ। সভায় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দূর্বার গণআন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
Leave a Reply