শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কালের গর্ভে হারিয়ে যাওয়া মৃত কপোতাক্ষ নদের খননকাজ কাজ শুরু হয়েছে। শনিবার খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে কপোতাক্ষের জলবদ্ধতা দুরীকরন ( ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নদের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর দিনব্যাপী নদ খনের বিভিন্ন স্থান পরিদর্শনকালে এমপি বাবু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুন্দরবন ঘেষা এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে টেকসই বেঁড়িবাধ নির্মান,উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, নদী খনন সহ নানা ক্ষেত্রে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি এখন পর্যায়ক্রমে বাস্তবয়ন হচ্ছে। ভুক্তভোগীদের দীর্ঘদিনের দাবী জলবদ্ধতা দুরীকরনে নদ খননের খবরে যেমন আশার আলো দেখা দিয়েছে,তেমনি খননের সাথে-সাথে তিনি টিআরএম পদ্ধতি চালু করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্শন করে বর্ষা মৌসমের পুর্বে জরুরী ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা ও টেন্ডার হওয়া টেকসই বেঁড়িবাধের কাজ শুরুর তাগিদ দেন পাউবো কর্মকর্তাদের। উদ্বোধনী অনুষ্ঠান সহ দিনব্যাপী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, যশোর পাউবোর প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম,কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা,পাইকগাছা উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,অধ্যক্ষ চয়ন কুমার বাছাড়, কয়রার ওসি রবিউল হোসেন,যশোর পাউবোর তত্ত্বাবধাযক প্রকৌশলী পিযুষ কুমার কুন্ড,উপসহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,শাহাজাদা মো: আবু ইলিয়াস,নুর ইসলাম কোম্পানি, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,এসএম বাহারুল ইসলাম,আঃ ছামাদ গাজী,আওয়ামীগ লীগ নেতা জাফরুল পাড়,আ: রশীদ সরদার,আরশাদ আলী বিশ্বাস,শংকর দেবনাথ, প্রভাষক ময়নুল ইসলাম,বিভুতী সানা,স্নেহেন্দু বিকাশ,হারুনর রশীদ,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,দলীয় নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সকালে আমাদীতে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে ও আ’লী নেতা নির্মল দাসের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উল্রেখ্য,কয়রার আমাদী বাজার থেকে পাইকগাছার কাঠিপাড়া শালিখা পর্যন্ত ৩০ কি: মিঃ কপোতাক্ষ নদ পুনঃখননে সরকার ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যশোর পানিউন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবেন।
Leave a Reply