সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে বগুড়ার টুটুল জয়পুরহাট ডিবি পুলিশের হাতে গ্রেফতার।
বগুড়া জেলা প্রতিনিধি
মোঃ জহুরুল ইসলাম সৈকত
সাংবাদিকদের কটি পরে, বুট জুতা পায়ে দিয়ে, চোখে সিনেমার নায়ক স্টাইলে চশমা পরে বগুড়া শহরের অলিতে গলিতে সাংবাদিক পরিচয়ে ঘুরে বেড়াতেন খান্দার বাজার এলাকার হারুনুর রশিদ টুটুল।জেটিভির পত্রিকার তৎকালীন একজন সাংবাদিকের ভাগিনা পরিচয়ে এ লাইনে এসেছিলেন। বহু বিবাহ, প্রেম, নারী আসক্ত তাঁকে নিয়ে যায় মাদকাসক্তে। নারী কেলেঙ্কারি করার অপরাধে বেশ কিছুদিন আগে এই টুটুল গণধোলাই খেয়ে শ্রীঘরে গিয়েছিলেন। জামিনে এসে তিনি আবারও অপরাধ জগতে পা দেন। নদী বাংলা মার্কেটে এর ৯ম তলায় ওষুধের ব্যবসার নামে শুরু করেন মাদক কারবারী। সম্প্রতি হিজবুত তৌহিদ নামের একটি সংগঠনে যোগ দিয়ে মালগ্রামের বাড়ির সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন তিনি। অবশেষে শুক্রবার সকালে ৮০ বোতল ফেন্সিডিলসহ টুটুল ধরা খেলেন জয়পুরহাট ডিবি পুলিশের হাতে। পুলিশ তাঁর হেফাজত থেকে জেটিভি ও হিজবুত তৌহিদ পরিচালিত দৈনিক বজ্রশক্তি প্রত্রিকার পরিচয়পত্র, ক্যামেরা উদ্ধার করেছেন। সত্যিই কি তিনি সাংবাদিকতা পেশায় এসেছিলেন, নাকি সাংবাদিকতার নাম ব্যবহার করে এ পেশার দুর্নাম ছড়াতে এসেছেন? এমন নামধারী সাংবাদিকদের কাছ থেকে আমরা সবাই দূরে থাকি। যাদের আশ্রয়, প্রশ্রয়ে তিনি এতদূর এসেছেন তাঁদেরকেও চিনি রাখি।
Leave a Reply