1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বগুড়ায় পেইস প্রকল্পের আওতায় উপ-প্রকল্প সমূহের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
ad

বগুড়ায় পেইস প্রকল্পের আওতায় উপ-প্রকল্প সমূহের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৭২ Time View

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেমোঃলা প্রতিনিধিঃ আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পেইস প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপনন বিষয়ক উপ-প্রকল্প সমূহের মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অদ্য ২২ মে’২০২৩ গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় পিকেএসএফ এর ১৮টি সহযোগী সংস্থা যথাক্রমে গাক, ওসাকা, জাকস, দিশা, এনডিপি, জেজেইউজিস, আরআরএফ, এনজিএফ, শিশু নিলয়, সংগ্রাম, ইএসডিও, আইডিএফ, এসডিআই, এসডিএস, প্রয়াস, এফআইভিডিবি, উন্নয়ন প্রচেষ্টা এবং জেসিএফ এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ইফাদ ও পিকেএসএফ এর সহযোগিতায় উল্লেখিত সংস্থা সমূহ কর্তৃক বাস্তবায়নাধীন দেশের সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপনন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) জিয়া উদ্দিন সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন গাক’র পরিচালক (এমএফ) পঙ্কজ কুমার সরকার।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে আলোচনা এবং অংশগ্রহণকারী ১৮টি সহযোগী সংস্থার অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে দিক নিদের্শনা প্রদান করেন বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহকারি মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান। কর্মশালায় সমাপনি পর্বে বক্তব্য রাখেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি বলেন ক্ষুদ্র উদ্যোগকে টেকসই করতে হলে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপনন ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই উদ্যোক্তাদের জন্য ই-কমার্স ভিত্তিক প্লাটফরম তৈরি করা হলে একদিকে উৎপাদিত পণ্যের বাজার চাহিদা তথা বিক্রয় বৃদ্ধি পাবে অন্যদিকে তাদের আয়ও বাড়বে। এ ধরণের সময়পোযোগী উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়নের জন্য তিনি পিকেএসএফ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম সরকার, ভেল্যু চেইন প্রজেক্ট ম্যানেজার, পিকেএসএফ। মোঃ নাজমুল হাসান, আইসিটি স্পেশালিষ্ট, পিকেএসএফ।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় পিকেএসএফ এর ১৮টি সহযোগী সংস্থার মোট ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি