মাধবপুরে শিমুলঘরে ইয়াংস্টার ক্লাব কর্তিক আয়োজিত বেটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ১০নং ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিমুলঘর গ্রামের ইয়াংস্টার ক্লাব কর্তিক আয়োজিত মাদক বিরোধী বেটমিন্টন টুর্নামেন্টেের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ১৩ জানুয়ারি ২১ ইংরেজি রাত ৯ ঘটিকা সময় তারেক আহমেদ তার প্রতিপক্ষকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানে ১০নং ইউ/পি চেয়ারম্যান জনাব মোঃ শহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে, মনিপুর শাজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মুজিব উদ্দিন তালুকদার (ওয়াসিম)
অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন শিমুলঘর আবাবিল সোসাইটির সম্মানিত সভাপতি মোঃ রাসেল লস্কর-
তিনি তার বক্তব্য কালে বলেন আমাদের গ্রামের কৃতি সন্তান আমার ভাই-বন্ধুমহল তারা এতো অল্প সময়ে এতো বড় একটা আয়োজন করে ফেললো। এটা দিয়ে প্রমাণ হয় আমাদের তরুণরা একেকটা হীরার খণ্ড। একটু উৎসাহ পেলেই জ্বলে উঠতে পারে। আমি এই তরুণদের উপরেই আস্থা রাখি। আমি চাইবো এই রকম আয়োজন যেন না থামে কখনও।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ইউ/পি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া , তিনি বলেন মাদক কোন বিনোদন নয় খেলাধুলাই বিনোদনের উৎকৃষ্ঠ মাধ্যম তাই এই মাদক বিরুধী প্রতিবাদী টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টর মাধ্যেমে মাদক নিমূল কমিটির আহবান ছিল দল যার যার সমাজ সবার সকলে মিলে মাদকের বিরুদ্ধে সচ্চার হই । এই আয়জনে আমি আয়োজক কমিটির সদস্য মোঃ রাজিব , মোঃ পাবেল লস্কর , মোঃ তারেক আহমেদ , মোঃ রায়হান, মোঃ কালণ লস্কর সহ আয়োজনে যারাসহযোগী তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ,
উপস্থিত ছিলেন- ১০নং ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের লস্কর, অত্র ইু/পি সাবেক চেয়ারম্যান জনাব মোঃ খায়রুল হোসাইন মনু , মোঃ আফতাব উদ্দিন সদস্য উপজেলা আওয়ামী লীগ , মোঃ আরিফ লস্কর সদস্য উপজেলা আওয়ামী লীগ , উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ আবু ছালেক , ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কামরুল হাসান বাহার ,
প্রধান অতিথির বক্তব্যে কালে মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম বলেন, “ আজকের এই সুন্দর আয়োজনে আমি অংশ গ্রহন করতে পেরে খুবই আনন্দিত , যুব-সমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন খেলাধুলায় থাকতে হবে এতে আমি কিছু দিয়ে না দিয়ে সাধ্য মতন চেষ্টা করে যাব।” ইনশাআল্লাহ
অন্যান্যদের মত উপস্থিত ছিলেন- অত্র ইউ/পি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহীন মহালদার
কাজি সাইফুল ইসলাম শিক্ষক ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল , ১০নং ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ দুলাল মিয়া,শিমুলঘর ৫নং ওয়াড মেম্বার মোঃ হাবিবুর রহমান , আবাবিল সোসাইটির সম্মানিত প্রচার সম্পাদক মোঃ সবুজ খাঁন, সহ প্রমুখ ।
Leave a Reply