মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বগুড়া রেলওয়ে মার্কেটের ক্ষুদ্র উদ্যোগ সমূহে কর্মরত শ্রমিক-কর্মীদের ব্যবহারের জন্য টয়লেট-ওয়াস ব্লক নির্মান শেষে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) মার্কেটে কর্মরত মালিক, শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ৩টি টয়লেট, ৩টি প্রসাবখানা, শ্রমিকদের হাত-মুখ ধোঁয়ার স্থান ও আজু করার সুব্যবস্থার জন্য টয়লেট-ওয়াস ব্লক উদ্বোধন করা হয়।
গাক’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টয়লেট-ওয়াস ব্লক উদ্বোধন করেন বগুড়া রেলওয়ে মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ:সভাপতি মোঃ শহিদুল ইসলাম সওদাগর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মাজেদ- স্বত্বাধিকারী পারভীন ইঞ্জিনিয়ারিং, মুয়াজ্জিম হোসেন- স্বত্বাধিকারী মুয়াজ্জিম ইঞ্জিনিয়ারিং, মোঃ ইলিয়াস হোসেন- স্বত্বাধিকারী হৃদয় ইঞ্জিনিয়ারিং, জয়নাল আবেদীন- স্বত্বাধিকারী বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং, মো; রাজু- স্বত্বাধিকারী স্বর্ণ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ওয়ার্কশপ মালিক, শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
বগুড়া রেলওয়ে মার্কেট লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দেশের একটি বৃহৎ বাজার এবং এখানে ৫০০শতাধিক ছোট বড় ক্ষুদ্র উদ্যোগে প্রায় ২-৩ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে যারা ঝুঁকিপূর্ণ শিল্প কৃষি যন্ত্রপাতি উৎপাদন ও মেরামত কাজে নিয়োজিত। বিভিন্নরকম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই শিল্পের উন্নয়নে তারা কাজ করছে। এমতাবস্থায় মার্কেটের মালিক, শ্রমিক, কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস কল্পে গাক এধরণের উদ্যোগ গ্রহণ করেছে বলে দাতা সংস্থার পক্ষ হতে জানানো হয়।
এছাড়াও শ্রমিকদের জন্য সুন্দর ও পরিবেশ সম্মত কর্মক্ষেত্র, সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, মহিলা শ্রমিকদের জন্য সুন্দর ও নিরাপদ কর্ম পরিবেশ তৈরি, বিভিন্নরকম প্রশিক্ষণ আয়োজন এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
Leave a Reply