ছাগলনাইয়ায় খালের পানিতে ডুবে ৩য় শ্রেণীর ছাত্রী নিহত ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়ায় খালের পানিতে ডুবে ফারজানা আক্তার বাঁধন নামের ৭ বছরের একজন শিশু নিহত হয়েছে ।
ঘটনাটি ঘটে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জাফর আলী মিঝি বাড়ীর পাশে নিতাই গাজী খালে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী শুক্রবার উত্তর কুহুমা গ্রামে নানার বাড়ী থেকে বিকেলে লক্ষীপুর গ্রামের নিজ বাড়ীতে আসে ফারজানা আক্তার বাধঁন নামের এক ৩য় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। সন্ধ্যার পরে ঘরে ও বাড়ীতে বাধঁন কে খুজেঁ না পাওয়াতে এদিক সেদিক খুঁজতে শুরু করে বাঁধনের পরিবারের লোকজন। কিন্তু কোথায় খুজে না পাওয়াতে বাড়ীর পার্শ্ববর্তী খালের দিকে গেলে দেখতে পায় যে, খালের পানিতে বাঁধনের পায়ের জুতা গুলো বাসতে দেখা যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ভিড জমায় উক্ত খালের পাশে। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস’র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।
উপস্থিত কোন ডুবুরি না থাকায় চট্টগ্রাম থেকে ডুবুরির দল তারা ১৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় এসে ঘটনাস্থলে পৌঁছে। সকাল সাড়ে ১০টায় ডুবুরী খাদেমুল ইসলাম পানি তলদেশ থেকে আটকে পড়া ফারজানা আক্তার বাঁধনের মৃত দেহ উদ্ধার করেন।
ডুবুরি খাদেমুল ইসলাম জানান, সাকু পার হতে গিয়ে বাঁধন পানিতে পড়ে যায়। এতে সে পানির নিচে থাকা বাঁশের ঝাড়ের সাথে আটকে যায়। উপরে উঠতে না পারায় হয়তো সে মৃত্যু বরণ করে। পানি শীতল থাকায় তার শরীর গলে যায় নি বলে আমার মনে হয়।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ ।
Leave a Reply