বগুড়া জেলা প্রতিনিধি
বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় ৫ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সংস্থার প্রধান কার্যালয়, গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) গাক রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ হাফিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য রাখেন গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছয় মাস মেয়াদী বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষানবিশদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়েছে, যারা প্রত্যেকেই গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নিম্ন আয়ের পরিবারভুক্ত শিক্ষিত বেকার তরুণ, যুবক ও যুবতী। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেকেই বেকারত্ব ঘুচিয়ে জব প্লেসমেন্টের মধ্যদিয়ে উপর্জনক্ষম জনশক্তিতে রূপান্তরিত হবে।
উল্লেখ্য সমাজের বেকার ও পিছিয়ে থাকা যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগসহ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে গাক রেইজ প্রকল্প মাঠ পর্যায়ে ঋণ সহায়তার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় সংস্থার মাঠপর্যায়ে অবস্থিত বিভিন্ন শাখা সমূহে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্ত উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মাস্টার ক্রাফটস পারসন (ওস্তাদ) এর মাধ্যমে শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
গত ১০ আগস্ট হতে ১৪ আগস্ট (৫ দিনব্যাপী) আলাদা ২টি ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষানবিশকে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কবির উদ্দিন, সমন্বয়কারী, প্রশিক্ষণ বিভাগ, গাক।
সমাপনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ, এমআইএস অফিসার মুশফিকুর রহমান, লাইফ স্কিল অফিসার সম্রাট আলী সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply