শৈলকুপায় রাতভর এক নারীকে নির্যাতন করে গলা কেঁটে হত্যার চেষ্টা
গণধর্ষণের পর হত্যার চেষ্টা বলে পরিবারের অভিযোগ
সবুজ মিয়া,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় এক নারীকে রাতভর নির্যাতন করে গলা কেটে হত্যাচেষ্টা করেছে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত। দূর্বৃত্তরা মৃত বলে ফেলে যাওয়ার পর সে জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিলে শ্বাসনালী কাটা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার আউশিয়া গ্রামের খালধার পাড়ার একটি মেহগনি বাগানে এই ঘটনা ঘটে। নির্যাতিতা নারী (২০) ৭নং হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শহীদ মন্ডলের মেয়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দূর্বৃত্তরা তার দুটি আঙ্গুলও কেটে ফেলে । এই ঘটনার পর তার কথিত স্বামী হুসাইন সহ কয়েক ব্যাক্তি গা ঢাকা দিয়েছে। স্থানীয়দের অনেকে ও স্বজনদের ধারণা তাকে গণধর্ষণের পর হত্যা প্রচেষ্টা চালানো হয়।
নির্যাতিতার মা রাহেলা খাতুন জানান, তার মেয়ে বাড়ি থেকে গত বৃহস্পতিবার বের হয়। তারা জানতে পারে সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিখালী গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে হুসাইন বিশ্বাসের সাথে বিয়ের পর বোনের বাড়ি হরিহরা গ্রামে অবস্থান করছে। পরে বুধবার ভোরে মোবাইল আসে তার মেয়েকে গলা কাটা অবস্থায় আউশিয়া গ্রামে পাওয়া গেছে।
নির্যাতিতার দুলাভাই হরিহরা গ্রামের রাব্বুল জানান, তার শ্যালীকা মঙ্গলবার রাত ৮টার দিকে সদ্য বিবাহিত কথিত স্বামী হুসাইন আউশিয়া উচু ব্রীজের কাছে দাড়িয়ে আছে, তাকে ঢাকা নিয়ে যাবে। এ কথা বলে বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে বের হয়।
তাদের অভিযোগ হয়তো তাকে সারারাত শারিরীক ও যৌন নির্যাতন করে হত্যা করার উদ্দ্যেশ্যে এ ঘটনা ঘটানো হয়। মেয়েটির ভাই জানান, একটি সংঘবদ্ধ চক্র তার বোন কে কৌশলে ডেকে নিয়ে গণধর্ষণ ও হত্যার চেষ্টা করে বলে তাদের ধারণা।
মৃত্যুর হাত থেকে পালিয়ে আশ্রয় নেওয়া বাড়ির মালিক আউশিয়া গ্রামের জাকির হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তারা নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখতে পান একটি মেয়ে গলাতে উড়না পেঁচানো অস্পষ্ট ভাষায় বাড়িতে খবর দেওয়ার কথা বলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আউশিয়া গ্রামে এক নারীকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়, এঘটনায় কাউকে আটকও করেননি। তবে ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোঁরা উদ্ধার করেছে।
মাগুরার শ্রীপুর থানার চন্ডীখালি গ্রাম থেকে অভিযুক্ত হুসাইনের মা ফাতেমা বেগম জানান, তার ছেলে শৈলকুপার আউশিয়া শশুর বাড়িতে থাকে। মাঝে মাঝে বাড়িতে আসে । কি ঘটনা হয়েছে তারা তা জানেন না।
সবুজ মিয়া,ঝিনাইদহ।
০১৯১০৯২১৫৪৬
২০-০১-২১ ইং
Leave a Reply