সমাজ কল্যাণ ও শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধি:
বুধবার (২২জানুয়ারি)দুপুরে বগুড়ার শিগঞ্জের মহাস্থান সমাজ কল্যাণ ও শান্তি ফাউন্ডেশন কার্যালয়ের শুভ উদ্বোধন ও গরীব দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অত্র ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাফিজুর রহমান হিরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক সুফি আলম, মেহেরুল ইসলাম, শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামাল হোসেন, সেমিল আহম্মেদ, সফিকুল ইসলাম রফিক, ইব্রাহীম, লিখন, উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি জাহিন বাবু সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক: সোহানুর রহমান সিয়াম, রিফাত বাবু সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল ইসলাম রিদয়, দপ্তর সম্পাদক রনি ইসলাম ননিতোহ-দপ্তর সম্পাদক রাকিব হাসান। সমাজ কল্যাণ ও শান্তি ফাউন্ডেশন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, মহাস্থান, শিবগঞ্জ, বগুড়ায় তার প্রধান কার্যালয় থেকে দুঃস্থ ও অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেছে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ আয়োজষ্ঠানে দোয়ার আয়োজন এবং ঐতিহ্যবাহী বগুড়ার আলুহাটির ভোজনের ব্যবস্থা করা হয়। শেষে সভাপতি নাহিদ হোসাইন ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র জনগণের পাশে দাঁড়াতে এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে অনন্য ভূমিকা রাখবে।
Leave a Reply