বিশেষ প্রতিনিধি পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা চার নং দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী বাজারে ঢালাই ব্রীজের উওর পাশে ষ্ট্যান্ড বানিয়ে রাখা হচ্ছে অটো বাইক ও অটো রিক্সা। এ নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
বুধবার ( ০৪ নভেম্বর ) সরেজমিনে দেখা জায় এমন দৃশ্য। পথচারী মোঃ রাজিব হোসেন বলেন রাস্তার উপর জদি এমন করে ষ্টান বানিয়ে রাখা হয় তাহলে আমাদের সকলের রাস্তা পারাপারে ও যাতায়াতের সমস্যা হয়ে থাকে।
এম্বুলেন্স চালক মোঃ সোহেল হোসেন বলেন, আমাদের গাড়ীতে সব সমই এমারর্জেন্সী রোগী থাকে, আমরা ব্রীজের উপর থেকে হরেন দিলে ও কোন প্রকারে জাওয়ার মত সুযোগ হয় না জদি এই ব্রীজের উপর ও পাশ থেকে ষ্টানটি সরিয়ে দেওয়া হয় তাহলে প্রশাসন এর কাছে চির কৃতজ্ঞ থাকিব।
অটো ড্রাইভার অনেকেই বলেন, আমাদের বর্তমানে অনেক গাড়ী হয়েছে এবং উপজেলায় গাড়ী রাখার মত কোন স্থান না থাকার কারনে এখানেই রাখতে হয় তবে আমাদের গাড়ী রাখার জন্য নির্ধারিত কোন স্থান করে দিলে প্রশাসন এর কাছে চির কৃতজ্ঞ থাকবে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন বলেন, সকল ড্রাইভার ডেকে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply