ছাগলনাইয়ার মটুয়ায় দিবা রাত্রিকালীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভার মধ্যম মটুয়া আলহাজ্ব আব্দুল হক মসজিদ সংলগ্ন মাঠে ,মাদক কে না বলুন খেলাধূলা কে হ্যাঁ বলুন এ স্লোগান কে সামনে রেখে মটুয়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ ও অঙ্গসংঠন এর উদ্যোগ এ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
উক্ত টুর্ণামেন্টে খেলায় ২০ টি দল অংশ্রগ্রহন করে । দুই দিন ব্যাপী দিবা রাত্রি কালিন উক্ত সকল ম্যাচ এর খেলা অনুষ্ঠিত হয়েছে ।ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ছাগলনাইয়া পৌরসভা ফুটবল দল এবং রানার্স আপ হয় বাঁশপাড়া খেলোয়াড একাদশ দল ।খেলা উপলক্ষ্যে উক্ত এলাকায় ২ দিন ব্যাপী ব্যাপক আলোক সজ্জ্বার মাধ্যমে পুরো এলাকা সাজানো হয় ।
উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ , ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ,মটুয়া ৭নং ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম ,৮ নং ওয়ার্ড কমিশনার মুন্সি নুর হোসেন ,ছাগলনাইয়া উপজেলা আ.লীগ এর দপ্তর সম্পাদক আব্দুর বাকী শিমুল ,ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।
উক্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট খেলার সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন ছাগলনাইয়া পৌর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি ।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন ।
Leave a Reply