নওগাঁয় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক এর উদ্যোগ আলোচনা সভা ও ইফতার বিতরণ
আরাফাত হোসেন হিমেল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত আজ নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অসহায়,গরিব,ছিন্নমূল ও পথেপাচারী মধ্যে ইফতার বিতরন কার্যক্রম করছেন। আসুন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই সামজিক দূরত্ব বজায় রাখি।
সংগঠনটিতে সার্বিক সহযোগিতা করেছেন নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি মহোদয়।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আমানুজ্জামান সিউল।
আরো উপস্থিত ছিলেন সেলিম,ব্বাকী, বিশাল,সাক্ষর রুন,হিমেল,নাসির,তানভির,
আরমান,আবির,মুগ্ধ সহ বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক নওগাঁ এর সদস্য বৃন্দ।
উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো তানজিদ। আরেফিন বলেন আমরা সবাই নিজ তাগিদে সেচ্ছায় রক্তদান করি।
আসলে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ যখন সেচ্ছায় রক্তদান করবেন,যখন আর কোন মানুষ অসহায় হয়ে কারর দ্বারে দ্বারে ঘুরবে নাহ্ রক্তের জন্য সেই দিনই আমাদের সার্থকতা।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
প্রতিটি মানুষ আমরা নিজ তাগিতে রক্ত দান করি। পরিশেষে একসাথে আওয়াজ তুলি,আসুন আমরা নিজে সচেতন হই, সুস্থ থাকি, অন্যকে সচেতন করি, সুস্থরাখতে সহযোগিতা করি।
Leave a Reply