জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজে ছাত্রলীগের সাগরের কাজে মুগ্ধ সবাই।
হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আজ ভোরবেলা সকাল ৭ ঘটিকার সময় ঘটে এক নির্মম সড়ক দুর্ঘটনা। আত্বীয়ের মৃত্যু সংবাদ শুনে জৈন্তাপুর নিজপাট পাখিবিল গ্রাম থেকে সিএনজি যোগে দরবস্ত ইউউনিয়ের ভাইটগ্রাম যাওয়ার পথে,, বাড়ী থেকে ২ কিলোমিটার সামনে মেইন রোডে জৈন্তাপুর ফেরিঘাট নামক স্থানে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন মৃত্যবরণ করেন।। পবিত্র রমজান মাস হওয়ায় এত ভোরবেলা সকলে ই সেহেরী এবং ফজরের নামাজ শেষ করে গভীর ঘুমে আছন্ন। টিক ঐ সময়ে দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় সাগর শুভ নামের জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের এক কর্মী।। একা নিজে সাহসিকতার সাথে আহতদের উদ্ধার করে মেডিকেল পাটানো এবং নিহতদের লাশ গুলো কাপড় দিয়ে আবরণ সহ ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন জনপ্রতিনিধি কে ফোন করে ঘটনাস্থলে উপস্থিত সে একাই করেছে। নিজের চোখের সামনে ৪ টি লাশ রাস্তায় পড়ে থাকা দেখে ও একটু ও ভেঙে না পড়ে, অত্যান্ত সাহসিকতার সাথে সবকিছু মোকাবিলা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন সাহসিকতার জন্য সর্ব শ্রেণির মানুষ সাগর কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।।
Leave a Reply