1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান মোঃ আকরাম হোসেন বাদল । - dainikbijoyerbani.com
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
ad

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান মোঃ আকরাম হোসেন বাদল ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৬২ Time View

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান মোঃ আকরাম হোসেন বাদল ।

পিআইডি রির্পোটার শেখ তিতুমীর :-রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–১৪ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। গত ৪ এপ্রিল মারা যান এই আসনের সংসদ সদস্য আসলামুল হক। আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লকডাউনের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই।

ঢাকা–১৪ আসনের নৌকার প্রার্থী হাতে চান আকরাম হোসেন বাদল। তিনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগ নেতা ও সাবেক ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ এবং জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কঁরগাও ইউনিয়নের ভুনা গ্রামের মরহুম তোতা মিয়ার পুত্র। বর্তমানে ঢাকায় বসবাস করেন।

ঢাকা–১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মোঃ আকরাম হোসেন বাদল বলেন, আসলাম ভাই নেই। বাস্তবিক কারণেই এখানে উপনির্বাচন হবে। আমি দীর্ঘদিন দলের সঙ্গে আছি। নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে দাঁড়াই। দল ও নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তরুণদের মূল্যায়ন করেন| এজন্য অন্যদের মতো আমিও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

গণমাধ্যমকে জানানো হয়, মোঃ আকরাম হোসেন বাদল ১৯৯১ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৩নং ওয়ার্ড ২নং ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩–৯৪ সালে ৩নং ওয়ার্ডে এবং ১৯৯৪–৯৭ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮–৯৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

মোঃআকরাম হোসেন বাদল ২০০১–০৫ সাল পর্যন্ত রাজনৈতিক মামলায় কারাবন্দী ছিলেন। ২০০৫ সালে কারামুক্তির পর আওয়ামী তরুণ লীগ নামে সংগঠন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ওই বছরই হামলার শিকার হন আকরাম হোসেন বাদল। মাথার খুলি ফেটে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। এঘটনায় বিএনপি–জামায়াত কর্মীদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেন।

২০১৭ইং সালে সাবেক সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগমনোনীত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএপির উপদেষ্টা মিজানুর রহমান মিনুগণের বিরুদ্ধে রাষ্ট্রদোহসহ ৩টি মামলার বাদি তিনি তৃন্যমূল থেকে উঠে আসার প্রাণ মোঃ আকরাম হোসেন বাদল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাকে যদি ঢাকা ১৪ আসনের দায়ীত দেন, আমি বর্তমান উন্নয়নের সরকারের সকল উন্নয়নের ধারা কে বজায়ের রাখতে, সন্ত্রাস মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করে ঢাকা ১৪ আসনের জনগণ কে একটি আধুনিক নগর হিসেবে উপহার দিতে চাই।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি