1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য : আল্লামা বাবুনগরী - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
ad

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য : আল্লামা বাবুনগরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১২১ Time View

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য : আল্লামা বাবুনগরী

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন,পৃথিবীর সূচনালগ্ন থেকেই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে,ভবিষ্যতেও চলবে। তবে ইতিহাস সাক্ষী ইসলাম ও মুসলমানদের বিরোধিতা আজ পর্যন্ত করে কেহ ঠিকে থাকতে পারেনি। এখনও যারা ইসলামী বিরুধীতায় লিপ্ত তারাও ঠিকে থাকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য। তারা ধ্বংস হবেই হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে হাটহাজারী আদর্শগ্রাম যুব ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল্লামা বাবুনগরী আরো বলেন,হকের বিজয় সুনিশ্চিত। হকের পক্ষে মহান আল্লাহ তায়া’লার সাহায্য রয়েছে। যারা হক পন্থী তাঁদেরকে কোনভাবে দমিয়ে রাখা যায় না। হক পন্থীদেরকে যারা দমাতে চাইবে তারাই দমে যাবে।

তিনি আরো বলেন,হক্কানি ওলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরী। শত জুলুম নির্যাতন করেও নবী রাসূলদেরকে যেভাবে হক্ব ও ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ হঠাতে পারেনি ঠিক তদ্রূপ নায়েবে নবী হক্কানি ওলামায়ে কেরামগণকেও জেল জুলুম আর ফাঁসীর ভয় দেখিয়ে হক্বের পথ থেকে চুল পরিমাণ পিছনে সরানো যাবে না। দ্বীন ইসলামের সঠিক বাণী উম্মতের নিকট পৌছে দিতে ওলামায়ে কেরাম কারো রক্তচক্ষু ভয় করেন না। নবী-রাসুলদের দাওয়াতি কাজে বাঁধা প্রদানকারীদের যেই অশুভ পরিণতি হয়েছিলো আজকের দিনে যারা কুরআনের মাহফিল বন্ধ করে,মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠরোধ করতে চায় তাদেরও সেই অশুভ ও ভয়াবহ পরিণতি হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনে হক ও ন্যায়ের জন্য রিমান্ডে অমানবিক নির্যাত ভোগকরেছিলাম,কারাগারে গিয়েছিলাম। কিন্তু হকের পথ থেকে আমাকে চুল পরিমাণ সরাতে পারেনি। দীপ্ত কণ্ঠে বলতে চাই শুধু জেল জুলুম কেন ইসলামের জন্য ফাঁসী কাষ্ঠে ঝুলতে হলেও ঝুলবো তবে ন্যায়নীতি ও হক্বের পথ থেকে চুল পরিমাণ পিছু হটবো না,ইনশাআল্লাহ।

বাবুনগরী বলেন, হযরত ইব্রাহীম আলাহিস সালামের বিরোধিতা করে নমরুদ টিকতে পারেনি,হযরত মুসা আঃ এর বিরোধিতা করে ফিরআউন টিকেনি আজকের দিনেরও যারা নায়েবে নবী ওলামায়ে কেরামের বিরোধিতা করছে তারাও টিকে থাকতে পারবে না। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য।

ক্বারী আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বয়ান পেশ করেন,হাটহাজারী মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী হাবীবুর রহমান কাসেমী,
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা আখতার হোসাইন জিহাদি,ডক্টর মাওলানা নুরুল আবছার আযহারী,মুফতী আব্দুস ছমি,মুফতী সিরাজুল্লাহ প্রমূখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি