হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
সবার অনুভূতিজুড়ে প্রকৃতি এখন শীতে ম্লান, এখন আবেগের ডালপালা ছড়িয়েছে। আর সেই আবেগকে একটু যেন উসকে দিতেই ‘মাঘের শেষে কবিতার আড্ডা’ লেখালেখির মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে অবশ্যই ব্যাপক অধ্যয়ন-চর্চার মাধ্যমে লেখকদের নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।“সাহিত্যে মানুষের জীবনের আনন্দ-বেদনা ফুটে উঠে” সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি রাহনামা শাব্বীর চৌধুরী মনি’র জন্মদিনে আয়োজিত কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডায় বক্তারা এ কথা বলেন। গত ১৭ জানুয়ারী ,সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর কবি’র নিজ বাসা’র চাঁদে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯৬তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল। তরুণ সাহিত্য কর্মী কবি আহমাদ সালেহ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক সিলেট সংলাপ এর সম্পাদক এম ফয়জুর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ আহমদ খসরু, যুক্তরাজ্য প্রবাসী কবি তাবেদার রসুল বকুল, কাউন্সিলর নাজনীন আকতার কণা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, সিলেট ম্যাটস্ এর চেয়ারম্যান রোটারিয়ান বিমলেন্দু পাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি নাজমুল আনসারী, শিক্ষাবিদ বুস্তান চৌধুরী, শিল্পী দেওয়ান নূর চৌধুরী, কবি ধ্রুব গৌতম, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, লতিফা-শফি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শেখ আবদুর রশিদ, বেতার-টিভির কণ্ঠশিল্পী সৈয়দ মাহবুব এলাহী, সিলেট লেখিকা সংঘের সহ-সভাপতি কবি মাসুদা সিদ্দিকা রুহি, সাধারণ সম্পাদক হোসনে আরা কলি, শাবিপ্রবি’র প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন শিউলি, কবি সুফিয়া জমির ডেইজি, কবি শামীমা আক্তার বিনু, শিক্ষিকা সামিয়া ওয়াহিদ, কবি সেনোয়ারা আক্তার চিনু, শিপারা শিপা, প্রভাষক কবি ইশরাক জাহান জেলি, কবি জুই ইসলাম, কবি নাঈমা চৌধুরী, আফিয়া সুলতানা, রওশন আরা বাঁশি, ফাহমিদা চৌধুরী, গাজী আবদুল কুদ্দুস, ইফতেখার শামীম, জান্নাত আরা খান পান্না, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা-আহবায়ক শহিদুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজ সেবিক শেলিনা রাজা, রাজনীতিবিদ ও সমাজ সেবিক নার্গিস সুলতানা রুমি, রাহাত আরা চৌধুরী, ফাহিমা কবির, আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন, রোকসানা বেগম, তাপাদার জান্নাতুল জাহরা ও লাহিন নাহিয়ান প্রমুখ।
Leave a Reply