1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কুয়াকাটা পৌর নির্বাচন; স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ।। - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
ad

কুয়াকাটা পৌর নির্বাচন; স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ।।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৭ Time View

কুয়াকাটা পৌর নির্বাচন; স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ।।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া(পটুয়াখালী):

২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কুয়াকাটা পৌরসভা
নির্বাচনে স্বচ্ছ ভোট অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করে শনিবার
(২৭ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জগ
প্রতীকের আলোচিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার। সংবাদ
সম্মেলনে প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভ্রাতুস্পুত্র মো:
আবুবকর হাওলাদার। এসময় তার ডান পাশে উপবিষ্ট ছিলেন কলাপাড়ার টিয়াখালী
ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী রফিক। এছাড়া ৪নং ওয়ার্ডের বহিস্কৃত আওয়ামীলীগ
নেতা কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম, স্থানীয় সন্ত্রাসী ফজলুল হক সহ
৫-৭ জন কর্মী-সমর্থক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ’প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের
মেয়র প্রার্থী আ: বারেক মোল্লা’র পুত্র মাসুদ মোল্লা ও ভাই লতাচাপলি ইউপি
চেয়ারম্যান আনছার উদ্দীন মোল্লা সহ প্রার্থীর অন্যান্য ভাইয়েরা স্বতন্ত্র
প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকী ও মারধর করছে। যা ইতিমধ্যে আইন আদালতকে
অবহিত করে বিচার প্রার্থনা করে মামলা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ’২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কুয়াকাটা পৌরসভা
নির্বাচনে জনগনের ইচ্ছের প্রতিফলন ঘটবে না, প্রশাসন সহ সব কিছু ইতোমধ্যে
ম্যানেজ, ভোট কেন্দ্রে যেতে হুমকী দেয়া হচ্ছে এবং পটুয়াখালী জেলার
বিভিন্ন স্থান থেকে বহিরাগতরা কুয়াকাটায় অবস্থান করছে।’

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর ভাই লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনছার
উদ্দীন মোল্লা উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ’বহিরাগত
সন্ত্রাসী কারা জড়ো করছে, তা সংবাদ সম্মেলনের ছবিতে স্পষ্ট হয়েছে। তার
বাড়ী, আবাসিক হোটেল সহ ক’জন কর্মী-সমর্থকের বাড়ীতে বহিরাগত সন্ত্রাসী জড়ো
হয়েছে তা যাচাই করলেই থলের বেড়াল বেরিয়ে পড়বে।’

আনছার মোল্লা আরও বলেন,’প্রার্থীর পুত্র মাসুদ প্রধান নির্বাচনী এজেন্ট।
তাকে সহ ৬০ কর্মী সমর্থকের নামে ইতিমধ্যে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গতকাল
(২৬ডিসেম্বর) রাখাইন মাঠের পথ সভার মঞ্চ থেকে নৌকার কর্মী সমর্থকদের
উদ্দেশ্য করে নির্বাচনের দিন রক্তের গঙ্গা বইয়ে দেয়ার হুমকী দেয়া হয়েছে।
কখনও বিএনপি, কখনও জাপা (এ) করা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার
নৌকার গনজোয়ার দেখে এখন নির্বাচনে পরাজয়ের শঙ্কায় প্রলাপ বকছেন।’

কুয়াকাটা পৌরসভা নির্বাচনের দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার আবদুর
রশিদ বলেন,’স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমরা কোন অভিযোগ পাইনি।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

আবদুর রশিদ আরও বলেন, (২৮ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার নির্বাচন
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কমিশন থেকে সকল
রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া
০১৭১৬-৩৮১০২৯
২৭.১২.২০২০।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি