খুলনার পাইকগাছায় পাক্ষিক গনমিছিল ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের ইফতার বিতরণ। শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
খুলনার পাইকগাছায় করনা ভাইরাসের কারণে দরিদ্র সাধারণ মানুষ তথা রোজাদারদের একবেলা ইফতার করানোর মাধ্যমে মানবাধিকার রক্ষায় আপোষহীন পাক্ষিক গণমিছিল পত্রিকা এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে পরিচালক এ্যাডঃএফ. এম.এ রাজ্জাক এর পরামর্শে সোমবার বিকালে ৫০০ শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পাইকগাছা থানার সম্মুখে বঙ্গবন্ধু চত্বর থেকে পাক্ষিক গনমিছিল পত্রিকার সম্পাদক ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড এফ এম এ রাজ্জাক ইফতার বিতরণ উদ্বোধন করেন। পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, মোড়,হাট-বাজার ও বাড়িতে মোঃ হাচিবুল হক সহ তার বন্ধুমহল ইফতার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিপু, নোমান, রাজু, আদনান সহ আরো অনেকে। মানবতার ফেরিওয়ালার মতো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার বিতরন পাইকগাছাবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
Leave a Reply