মাজহারুল ইসলাম মলি
গলাচিপা উপজেলা,পটুয়াখালী
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ০২ নং গোলখালী ইউনিয়নের০৯ নং ওয়ার্ডের নলুয়াবাগীর বাদুরা গ্রামের আঃরশিদ চৌকিদারের ছেল মোঃমিরাজ এর বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি হতদরিদ্র পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা।০৯ নং ওয়ার্ডের গ্রম পুলিশ ছিলেন মোঃরশিদ চৌকিদার, পোস্টটি খালি থাকায় তার ছেলে মিরাজ বিভিন্ন রকম পরিষদের কাজের সহযোগিতার কারনে চেয়ারম্যান এর সাথে ভাল সম্পর্ক তৈরি হয়।সেই সুবিধা কাজে লাগিয়ে সাধারণ গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন টাকাগুলো।
এক বছর আগে সরকারি জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে এ টাকা নেন। এখন ঘর দেওয়া দূরের কথা টাকাও ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত চাইতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী ইরানি বেগম বলেন, ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০০০০ হাজার টাকা দাবি করেন মিরাজ।আমার স্বামী প্রতিবন্ধী, কষ্ট করে জীবন ও জীবিকা নির্বাহ করি ইট ভাটায় কাজ করে। আমি ঋণ নিয়ে ২৫ হাজার টাকা দিয়েছি। এক বছর পার হয়ে গেল; আজও আমার ঘর দেওয়ার নাম নেই। টাকা ফেরত চাইতে গেলে গালিগালাজ করেন মিরাজ। আমার ঘর দরকার নেই, এখন টাকা ফেরত চাই।’ ভুক্তভোগী মোঃমনির প্যাদা বলেন,মিরাজ চৌকিদার সরকারি ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে২৫০০০ টাকা নেন। ঘর না পেয়ে আমি আমার টাকা ফেরত চাইতে গেলে সে আমাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।এ ব্যাপারে মিরাজ চৌকিদার এর সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply