গ্রাম পুলিশ মোঃ আব্দুল কাদের
মোঃ শাহ আলম, রংপুর জেলা প্রতিনিধি
রংপুর জেলার মিঠাপুকুরের,
মোঃআঃকাদের (চৌকিদার)৬২,দীর্ঘ ৩২ বৎসর যাবত ০৩নং পায়রাবন্দ ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য।আইন,ইউনিয়ন পরিষদ,আর জনগনকে সেবা দিতে কেটে গেছে জীবনের পুরোটা সময়। প্রতিমাসে যা সম্মানী ভাতা পেয়েছেন,তা দিয়ে কখনোই নিজের চাহিদা মেটাতে পারেননি।জীবনে মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেয়েছেন,আবাসন গুচ্ছ গ্রামের ১১নং ব্যারাকের ০৪নং ঘরটি।গত দুই মাস আগে হঠাৎ তার ব্রেইন ষ্ট্রোক হয়।শরীরের বেশ কিছু অংশ তার অকেজো হয়।এখন তিনি কথা বলতে পারেন না। এদিকে ,তার মুখে ঠিকমতো একটু খাবার জুটসে না, এবং একটু চিকিৎসা করতে যেটুকু সম্বল আছিল সব ফুরিয়ে গেছে।শুধু দুচোখের পানি বেয়ে,সবার কাছে চিকিৎসার জন্য কাকুতি মিনতি করছেন।টাকার অভাবে পল্লী চিকিৎসক দিয়ে চলছে তার চিকিৎসা।টাকার অভাবে হাসপাতাল কিংবা কোন ভালো ডাক্তার দেখাতে পারেননি। তাই তার পরিবার তার চিকিৎসার জন্য, দেশবাসী, সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
ফোন:01701920776(বিকাশ )
Leave a Reply