জলঢাকায় ব্রিধান ৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত
রাজিয়া সুলতানা জলঢাকা প্রতিনিধিঃ কৃষিই কৃষ্টি কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায়
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায়
মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তি ধান, গম, পাট বিতরন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোঃ মাহফুজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান রিপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল করিম শাহিন। এসময় কৃষি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, এবারে বোরো ধান জাত ব্রিধান ৮৯ আবাদ করে কৃষকগন ভালো ফলন পেয়েছে। হেক্টর প্রতি ৬.৬ মেট্রিক টন ধান ফলন পেয়েছে। এছাড়াও তিনি আসন্ন আমন মৌসুমে নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে সঠিকতা যাচাই করে ধান বীজ সংগ্রহ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ৫০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
Leave a Reply