1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
টঙ্গীতে মালবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
ad

টঙ্গীতে মালবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ Time View

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। উদ্ধারকারী ট্রেনের ৪ ঘন্টার চেষ্টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা দশটার দিকে ট্রেন লাইনচ্যুত হয় বলে জানান বিমানবন্দর রেলষ্টেশনের ষ্টেশন মাষ্টার মোঃ হালিমুজ্জামান। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে দুপুর ২ টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ ঘন্টার চেষ্টায় মালবাহী ট্রেনের তিনটা বগি উদ্ধার করলে সন্ধ্যা ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এবিষয়ে কথা হলে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ সাদিকুর রহমান বলেন, দূর্ঘটনার সাথেসাথে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। দূর্ঘটনার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক থাকলেও ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের দীর্ঘ ৮ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এই দুই রুটে শিডিউল বিপর্যয় ঘটেছে এই সময়ের মধ্যে চলাচলকারী ট্রেন গুলো রাজধানীর বিমান বন্দর স্টেশন সহ বিভিন্ন জংসনে যাত্রাবিরতি করার খবর পাওয়া গেছে এতে ট্রেনে ভ্রমনকারী যাত্রীরা চরম দূর্ভোগে পরেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি