মোঃ লিমন গাজী,
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলেরা সম্মিলিত হয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইউপি সদস্য জাহাঙ্গীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। জাহাঙ্গীর হাওলাদার কড়ইবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার গত ২১ মে ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করেন। সরকারি নীতিমালা অনুযায়ী চাল বিতরণ না করে এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি চাল তার বাড়িতে নিয়ে তার নিজস্ব লোকজনের মাঝে বিতরণ করে দেয়।
জেলেরা ইউপি সদস্যের কাছে তাদের চাল সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য জানান, তোমাদের ২০ জন জেলের চাল বরাদ্দ না হওয়াতে তোমরা চাল পাবে না। জেলেরা নিরুপায় হয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি আমলে নিয়ে তালতলীর মৎস্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে ইব্রাহিম বলেন, আমাদের এখানে ইউপি নির্বাচন চলে। নির্বাচনকে ঘিরে ভোট ক্রয়ের জন্য ইউপি সদস্য জাহাঙ্গীর নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ না করে তার বাড়িতে চাল নিয়ে নিজস্ব লোকজন ও তার ভোটারদের মাঝে বন্টন করলে এনিয়ে অন্যান্য নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে আমি তালতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করি।
এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমি নির্বাচন করি ঠিক তবে জেলেদের চালে কোন প্রকার স্বজনপ্রীতি কিংবা অনিয়ম হয়নি। তবে তার বাড়িতে নিয়ে চাল বিতরণ করা এবং তফসিল ঘোষণার পূর্বে সে কিভাবে জেলেদের মাঝে চাল বিতরণ করে তা জানতে চাইলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব স্বপন কুমার হালদার বলেন, ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। আর ইউপি সদস্য তার বাড়িতে গিয়ে চাল বিতরণ করছে কিনা এটা আমার জানা নেই।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেরা একটি অভিযোগ দিয়েছে। আমি তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply