1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার অপেক্ষায় ? ১১৩ বছর বয়সেও তাঁরা প্রানবন্ত - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
ad

তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার অপেক্ষায় ? ১১৩ বছর বয়সেও তাঁরা প্রানবন্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৪ Time View
  • সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দেশের সবচে প্রবীন ও বয়স্ক মানুষ এখন ঝিনাইদহে। একাত্তরের মুক্তিযুদ্ধ তো বটেই দুই বিশ্ব যুদ্ধের নানা স্মৃতি এখনো তাদের হৃদয়পটে ভেসে ওঠে। জাতীয় পরিচয়পত্র অনুসারে তাদের দু’জনার বয়স ১১৩ বছর। আশ্চর্য্য জনক হলেও সত্য এই দুই বয়স্ক ব্যক্তির বসবাস আবার একই ইউনিয়নে। এরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শমসের আলীর ছেলে কারী মোঃ আরেফ আলী ওরফে আরব এবং একই ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের শের আলী মিয়া হাওলাদার। তার পিতার নাম মৃত আমির আলী বক্স। আরব আলী ও শের আলী মিয়া উভয়ই ৭ প্রজন্মকে দেখছেন। দুই পরিবারের পক্ষ থেকে গিনেজ বুক অব ওয়ার্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে দাবী করা হয়েছে তাদের পিতাই বিশ্বের সবচে বয়স্ক মানুষ। গুগল ও বিভিন্ন পত্রপত্রিকা সুত্রে জানা গেছে, বিশ্বের বর্তমান বয়স্ক মানুষ হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ড রেকর্ডসে নাম উঠেছে এমিলিও ফ্লোরেস মার্কেজ। তিনি ক্যারিবীয় দ্বিপ পুর্য়েতো রিকোর বাসিন্দা। এমিলিও ফ্লোরেস জন্ম গ্রহন করেছেন ১৯০৮ সালের ৮ আগষ্ট। সেই হিসেবে ১১৩ বছর পুরণ হতে এমিলিও ফ্লোরেসের এখনো প্রায় এক মাস বাকী। এদিক থেকে ঝিনাইদহের প্রবীনতম আরব আলীর জন্ম ১৯০৮ সালের ১০ জুন (জাতীয় পরিচয়পত্র নং ২৩৯৭৪২৯১৬৪)। তিনি তার বয়স ইতিমধ্যে ১১৩ বছর পার করেছেন। এছাড়া শের আলী মিয়ার জন্ম ১৯০৮ সালের ১৭ জুলাই (জাতীয় পরিচয়পত্র নং ৪৪১১৯৫৮৩৯৪৮৭০)। তিনিও পুর্য়েতো রিকোর বাসিন্দা এমিলিও ফ্লোরেসের আগেই ১১৩ বছর পার করবেন। বিশ্ব গনমাধ্যমের বদৌলতে এমিলিও ফ্লোরেস নিজের নাম বিশ্বের বয়স্ক মানুষ হিসেবে গিনেজ বুকে লেখাতে পারলেও ঝিনাইদহের আরব আলী ও শের আলী মিয়ার প্রমান থাকার পরও বিশ্বের বয়স্ক মানুষের খেতাবটি চাপা পড়ে গেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি