দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধে ফাটল
সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্দেহরি হাওরের ফসলরক্ষা বাঁধের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। এতে শঙ্কিত এই হাওরের কৃষকরা।
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বন্দেহরি হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের সংস্কার কাজ শেষ হয়েছে সম্প্রতি। কিন্তু ভারতের মেঘালয় থেকে হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে বাঁধের বেশ কিছু অংশে ফাটল দেখা দেয়। এজন্য মাটি ও মাটির বস্তা ফেলে ফের বাঁধটি সংস্কার করা হচ্ছে।
স্থানীয়রা বলেন, হঠাৎ করে পানি এলে ক্ষতি হবে। কিন্তু যদি অতিরিক্ত পানি আসে তাহলে এই বাঁধ টিকিয়ে রাখা কারও পক্ষে সম্ভব নয়।
পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে বাঁধের একপাড়ের জমির বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। এতে বিপাকে কৃষকেরা।
তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করে জানালেন, আর পানি বেড়ে ক্ষতির সম্ভাবনা নেই।
দোয়ারাবাজার উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা শাফিউল আলম জানান, বন্দেহরি হাওরের একটি বাঁধে আশংকা থাকায় আমরা সেখানে বস্তা ফেলে সংস্কার করেছি।
সব সময় আমাদের মনিটরিং চলছে। সেই সঙ্গে যেখানেই সমস্যা দেখা দিচ্ছে সেখানে আমরা বাঁধ ঠিক করছি।
Leave a Reply