সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু পার্ক করতে যাচ্ছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এ শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, দোয়ারাবাজার উপজেলা সদরে ফায়ার সার্ভিসের সামনে, পোস্ট অফিস সংলগ্ন ১.৭৭ শতাংশ জায়গার ওপর আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ শিশু পার্ক নির্মিত হচ্ছে। এসময়,শিশুরা পার্কে শিশু দিবস উপলক্ষে ১০২ টি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহি অফিসার দেবাংশু কুমার সিংহের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে এ পার্কের অর্থায়ন হচ্ছে।
উদ্বোধনকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহি অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান,দোয়ারাবাজার উপজেলাবাসীর আনন্দ ও বিনোদনের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পার্কে শিশুদের জন্য খেলনাসামগ্রী, গ্যালারি, শহিদ মিনারসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করার সুযোগ থাকবে। পর্যায়ক্রমে পার্কের আধুনিকায়ন করা হবে। পার্কের আধুনিকয়ান চলমান রয়েছে ।
উপজেলা নির্বাহি অফিসার দেবাংশু কুমার সিংহ বলেন, এই পার্কে শিশুরা আধুনিক বিষয়ে ছোয়া পাবে। তাদের মানসিক বিকাশ ঘটবে এবং সুরুচি সম্পূর্ন ও চিন্তা চেতনায় উন্নত হয়ে সু-নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সম্পদ হবে। তাছাড়া,দোয়ারাবাজার উপজেলায় শিশুদের কোন বিনোদনের ভালো ব্যবস্থা নেই। এমন কি বড়দেরও। পিছিয়ে পরা জনপদকে একটু এগিয়ে নেয়ার প্রয়াশে ভূমি অফিসের পরিকল্পনায় এই পার্ক করার উদ্যোগে নেওয়া হয়েছে।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন, শিশু পার্কের ব্যায় বহন করা উপজেলা প্রশাসনের একার নয়,এলাকার উন্নয়নে সবার সম্মিলিত চেষ্টা ও ত্যাগের বিনিময়ে এগিয়ে আসতে হবে। এসময় তিনি স্থানীয়দের অর্থ ও সম্পদ দিয়ে উন্নয়নের লক্ষে সহযোগিতা করার আহ্বান জানান।
Leave a Reply