1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নরসিংদী বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গণধর্ষণ, প্রেপ্তার ০২। - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
ad

নরসিংদী বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে গণধর্ষণ, প্রেপ্তার ০২।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬০৮ Time View

সাদ্দাম উদ্দীন রাজ। নরসিংদী বিশেষ প্রতিনিধি।

নরসিংদীতে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলাবার (১৭ নভেম্বর) রাতে শিবপুর উপজেলা কুন্দারপাড়ার একটি ধান খেতে এ গহধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে শিবপুর মডেল থানা গণ ধর্ষণের মামলাটি দায়ের করেন। নির্যাতিতা ওই নারী। এ ঘটনায় রাতেই অভিযুক্ত দুই আসামীকে শিবপুরের বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে প্রেপ্তার করে পুলিশ। প্রেপ্তারকৃত আসামী আক্তার হোসেন (৩০) রায়পুরা উপজেলার সাহেরচর এলাকার মোমরেজ খানের ছেলে এবং অপরজন একই এলাকার জামির আলীর ছেলে রহিম খান (৩২) । এ ঘটনার অপর অভিযুক্ত মোমেন ও রফে মোনায়েম খান (২৬) পলাতক রয়েছেন। শিবপুর মডেল থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। মামলার এজহারে জানা গেছে, স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী ওই নারী সদর উপজেলার একটি মোমবাতে ফ্যাক্টিরীতে কাজ করে জিবীবিকা নির্বাহ করতেন। একই স্হানে কাজ করতে গিয়ে পরিচিত হয় সালমা আক্তার নামে এক নারীর সাথে। তার সূএ ধরে সালমার ভাই অভিযুক্ত আক্তার হোসেনের সাথে মোবাইলে কথোপকথন চলে, গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরই জের ধরে গত পরশু (১৭ নভেম্বর) বিয়ের কথা বলে নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন অভিযুক্ত আক্তার হোসেন। পরবর্তীতে আক্তার হোসেন তার দুই সহযোগীসহ সিএনজি যোগে বিভিন্ন স্হানে ঘুরাফেরার পর শিবপুর উপজেলার কুন্দারপাড়ার একাটি নির্জন স্হানের ধান খেতে নিয়ে জোরপূর্বক পলাক্রমে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে য়ায় অভিযুক্তরা। এ ঘটনার পরদিন গতকাল রাতে আক্তার হোসেন সহ তিনজন কে আসামী করে মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নারী। রাতেই অভিযুক্ত দুইজন আসামীকে প্রেপ্তার করলেও অপর আরেক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। রৃহস্হতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে ও প্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি