নরসিংদীতে এক ব্যতিক্রমধর্মী খাদ্য বিতারণ করলো” স্বপ্ন ঘর”
আশরাফুল ইসলাম সবুজ (নরসিংদী জেলা প্রতিনিধি) ঃ নরসিংদী জেলায় মানবতার সেবাই গড়ে উঠা” স্বপ্ন ঘর” নামে একটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত সামাজিক সংগঠনের উদ্দেগ্যে প্রতি মাসে ন্যায় আজও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।
বুধবার (০৯ই ডিসেম্বর) ২০২০ইং, বিকাল ৪ ঘটিকায় স্বপ্ন ঘরের পরিচালক মাজারুল ইসলামের পরিচালনা নরসিংদীর বাসাইল আল-মদিনা ইন্জিনিয়ারিং গ্রীল ওয়ার্কশপে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, যে স্বপ্ন বাঁচতে শেখায়। এ শ্লোগানকে সামনে রেখে, হতদরিদ্র পরিবারের মাঝে ১৮ তম বারের মতো এসব উপহার সামগ্রী দেওয়া হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলোঃ-১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২কেজি আলু, ২ কেজি পেয়াজ, দেড় লিটার তেল, ৩ কেজি ময়দা, হলুদ, মরিচ, জিরা গুড়ো, লবণ, গোসল ও কাপড় কাচার সাবান,
সরিষার তেল, ভেজলিন ও স্নো ।
এসময উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা,
সিভিল সার্জন কর্মকর্তা নুরুল ইসলাম,সাবেক সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান, মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাব এর সদস্য সচিব শামসুল হুদা আনসারি, নরসিংদী ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান অনিক, প্রফেসর শফিকুর রহমান বকুল,
বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব ভূইয়া,
ইঞ্জিনিয়ার মুরাদ মাহমুদ,
আল মদিনা ইঞ্জিনিয়ারং গ্রীল ওয়ার্কশপ এর সত্ত্বাধিকারী হাফেজ ফখরুল ইসলাম ও স্বপ্ন ঘর এর পরিচালকসহ সকল শুভাকাঙ্ক্ষী গণ ।
সকলের আলোচনা শেষে নরসিংদী সরকারী কলেজ মসজিদ এর সাবেক ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলাম এর ইসলামিক আলোচনা শেষে স্বপ্ন ঘরের পরিচালক, শুভাকাঙ্ক্ষীদের মৃত স্বজনদের মাগফিরাত কামনাই
বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় ।
Leave a Reply