সিলেট ব্যুরোঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আলী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা হেউরাউলি মসজিদের ইমাম রমিজ আলীর সাথে বসবাস করে আসছিল।
গত কয়েকদিন থেকে কোরআন শিক্ষার জন্য সে মসজিদে থেকে পড়াশোনা করছে৷ সে কোরআন শিক্ষায় অমনযোগী থাকায় বুধবার বিকেলে রমিজ আলী বকাঝকা করেন।
কিছুক্ষণ পর মসজিদের বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা মিলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে ৮ বছরের শিশুর এমন মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই কিশোরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বলছেন, এত কম বয়সের একটি শিশু কি ভাবে বারান্দার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তারা সকলে এর রহস্য উদঘাটনের জন্য দাবি জানান।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে অভিমান করে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Leave a Reply