মোঃজাকারিয়া।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলাঃ-
অভিভাবক গণ চালাকি করে বিয়ে দিলেন অপ্রাপ্ত বয়স্ক গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মারওয়া জাহান কে,জানা যায় বিগত ১৬ জুলাই গোবিন্দগঞ্জ দিঘলী কালিদাশ পাড়ার আব্দুল লতিফ এর বেকার ছেলে এমরান হোসেন এর সহিত একই মহল্লার সৌদি আরব প্রবাসী নাজিম উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়ে মারওয়া জাহান কে বিয়ে দেন তাদের অভিভাবক গণ,গোবিন্দগঞ্জ দিঘলী কালিদাশ পাড়ার ভুড়মপুরী বাড়িতে উক্ত বিয়ের অনুষ্ঠান হয়,উক্ত মহল্লার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সাথে কথা বলে জানা যায় একজন স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর কিভাবে বিয়ে দেন অভিভাবক গণ সেটা আমরা বুঝতে পারি নাই,এদের উভয়ের অভিভাবক গনকে প্রশাসনের মাধ্যমে শাস্তির আওতায় আনার দরকার বলে মনে করেন এই মহল্লাবাসী,এবং তারা অভিলম্বে ছাতক উপজেলার UNO এবং ওসি মহোদয়ের সুদৃষ্ঠী কামনা করেন,এবং এই বাল্যবিবাহ টি যেনো বন্ধ করেন,আজ ৪ দিন অতিবাহিত হলো মূর্খ অভিভাভক দের গাফিলতির কারনে এমরান এবং মারওয়ার সংসার চলতেছে,অতি দ্রুত এদের অভিভাবকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে এই সব কাজ আর করবেনা বলে জানান মহল্লার অনেক লোক।।
Leave a Reply